আর্থ-সামাজিক উন্নয়ন
প্রাথমিক সমিতি ও কেন্দ্রীয় সমিতিসহ মোট ১৭ (সতেরো) টি সমিতির উদ্দেশ্য সমবায়ের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ, স্বনির্ভরতা অর্জন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, আর্থ সামাজিক উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি, সমবায়ের সফলতা বিস্তার এবং সমিতির কার্য পরিধি দ্রুত সম্প্রসারন।
মূল কার্যক্রমঃ ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে তহবিল সৃষ্টি এবং উক্ত তহবিল হতে সদস্যদের মধ্যে পণ্য বিক্রয়, উৎপাদনমূখী খাতে বিনিয়োগ বা ঋণ বিতরণের মাধ্যমে আর্থ সামাজিক উন্নয়ন করা। কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, স্বর্নিভরতা অর্জন, এসবিসিএল আমাদের পণ্য আমাদের বাজার কোম্পানী, এসবিসিএল স্কুল এন্ড কলেজ, এসবিসিএল ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল, এসবিসিএল কম্পিউটার ইন্সস্টিটিউট প্রকল্প সমূহ বাস্তবায়ন করা।
FIND US IN SOCIAL MEDIA
Total Visitors:
105821