সমবায় সমিতি বিধিমালা
সমবায় সমিতি পরিচালনায় সমবায় বিধিমালা অনুযায়ী পরিচালনা পদ্ধতি |
||
ক্রমিক নং |
প্রয়োগকৃত বিষয় |
প্রয়োগকৃত সমবায় সমিতি বিধিমালা/২০০৪ ইং |
০১ |
উপ-আইন প্রণয়ন |
৮ (১) (২) বিধিমতে সমিতির উপ-আইন প্রণীত ও নিবন্ধিত। |
০২ |
সদস্যভুক্তি, বহিষ্কার কিংবা অপসারণ |
১০ ও ১১ বিধির আলোকে সদস্য ভর্তি করা হয় এবং উপ-আইনের যোগ্যতা হারালে সদস্য পদ বহিষ্কার কিংবা অপসারণ করা হয়। |
০৩ |
সাধারণ সভা |
সমিতিতে দু’ধরনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সমিতি ১৪ বিধি, ১৬ বিধি অনুসরণ পূর্বক নিয়মিত সাধারণ সভা অনুষ্ঠান হয়। উহার ছায়ালিপি ১৯ (২) বিধি মতে নিবন্ধকের নিকট দাখিল নিশ্চিত করা হয়। |
০৪ |
নির্বাচন |
ব্যবস্থাপনা কমিটি, নির্বাচনে ১৪ (৩) (৪), ২৪, ২৬ (২) এবং ২৭ (১) বিধি অনুসরণ পূর্বক ৩৪ (৫) বিধি মতে নির্বাচনী ফলাফল প্রকাশের মাধ্যমে গঠন করা হয়। |
০৫ |
ব্যবস্থাপনা কমিটি সভা |
ব্যবস্থাপনা কমিটির সভায় ৪১, ৪২ এবং ৪৪ বিধি অনুসরণ পূর্বক নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। |
০৬ |
ব্যবস্থাপনা কমিটির ক্ষমতা, দায়িত্ব ও কার্যবলী |
সমিতির ব্যবস্থাপনা কমিটি, কার্যক্রম পরিচালনায় ৪৬ বিধিমতে ক্ষমতা এবং ৪৭ বিধিমতে দায়িত্ব ও কার্যবলী বাস্তবায়নে অনুসরণ করা হয়। |
০৭ |
সমিতির রেজিষ্টার ও বহিসমূহ |
সমিতির নিবন্ধিত কার্যালয়ে ৫৬ বিধি মতে রেজিষ্টার বহিসমূহ সংরক্ষন করা হয়। |
০৮ |
বার্ষিক রির্টান |
সমবায় বর্ষ সমাপ্তির পর ৫৭ বিধি মতে সমিতির হিসাব বিবরণী নিয়মিতভাবে নিবন্ধক বরাবর প্রেরণ করা হয়। |
০৯ |
ঋণ ও আমানত গ্রহণ |
বার্ষিক সাধারণ সভায় ৬৪ বিধি মতে সর্বোচ্চ ও আমনত গ্রহণের উর্ধ্বসীমা নির্ধারণ করা হয়। |
১০ |
সমিতির তারল্য |
সঞ্চয় আমানতের উপর ৬৭ বিধি অনুযায়ী তারল্য যথাযথ ভাবে সংরক্ষণ করা হয়। |
১১ |
সমিতির ঋণ |
সমিতির ঋণ প্রদানে ৭০, ৭২, ৭৩ এবং ৭৪ (১) বিধি অনুসরণ করা হয়। |
১২ |
তহবিল বিনিয়োগ |
ব্যবস্থাপনা কমিটি এবং সাধারণ সভায় অনুমোদন সাপেক্ষে ৮০ (খ) বিধি মতে সমিতির অর্থ শেয়ার মার্কেটে বিনিয়োগ করা হয়। |
১৩ |
নীট মুনাফা |
প্রত্যেক অর্থ-বছরে ৮১ বিধি অনুসরণ করে নীট মুনাফা নির্ধারণ করা হয়। |
১৪ |
সংরক্ষিত তহবিল |
সমিতির উপ-আইন অনুযায়ী নীট মুনাফার ১৫% সংরক্ষিত তহবিল ৮২ বিধি মতে ব্যবহার করা হয়। |
১৫ |
লভ্যাংশ |
প্রতি বছর বার্ষিক সাধারণ সভায় ৮৩ বিধি অনুসরণ পূর্বক লভ্যাংশ ঘোষনা করা হয়। |
১৬ |
সমবায় উন্নয়ন তহবিল |
৮৪ (২) বিধি মতে প্রতি সমবায় বর্ষে নিরীক্ষিত উদ্বৃত্তপত্রের ভিত্তিতে নীট মুনাফা হতে ৩% “সমবায় উন্নয়ন তহবিল” শিরোনামে যথাযথ হিসাবে নিয়মিত জমা করা হয়। |
১৭ |
ভবিষ্য তহবিল |
৮৫ বিধি মতে সমিতির কর্মকর্তা/কর্মচারীগণ মূল বেতনের ১০% অর্থ ভবিষ্য তহবিলে জমা করা হয়। যাহা সমিতির সার্ভিস রুলে অর্ন্তভুক্ত। উক্ত তহবিলের উপর ১৫% লাভ প্রদাণ করা হয়। |
১৮ |
মুনাফা বন্টন |
৮৬ বিধি অনুসরণ করে মুনাফা বন্টন করা হয়। |
১৯ |
ভোট প্রদান ও সদস্যের অধিকার |
কেন্দ্রীয় সমিতির ভোট প্রদানে ৮৭ (ক) (খ) বিধি এবং প্রাথমিক সমিতির সদস্যগণ অধিকার প্রয়োগে ৮৮ (২) (৩) বিধি অনুসরণ করা হয়। |
২০ |
গ্রহীতা মনোনয়ন বা মনোনীত ব্যক্তি |
৮৯ বিধি অনুযায়ী প্রাথমিক সমিতি সমূহ, সদস্য ভর্তির সাথে মনোনীত ব্যক্তি অর্ন্তভুক্ত করা হয় এবং মনোনীত সকল ব্যক্তিদের রেজিষ্টার সংরক্ষণ করা হয়। |
২১ |
শেয়ার সর্ম্পকিত সীমাবদ্ধতা |
৯০ বিধি অনুযায়ী সমিতির উপ-আইনে সদস্যদের শেয়ার দায় সীমিত রাখা হয়েছে। |
২২ |
কু-ঋণ |
৯৫ বিধি মতে সমিতির কু-ঋণ নির্ধারন করা হয়। |
২৩ |
কু-ঋণ অবলোপন |
উপ-আইন অনুযায়ী নীট লাভের ১০% কু-ঋণ তহবিল সমিতির উদ্ধৃতপত্রে রাখা হয়। ৯৬ বিধি অনুযায়ী এ যাবত কু-ঋণ তহবিলের টাকা অবলোপন করা হয় নাই। |
২৪ |
নিরীক্ষার তারিখ |
৯৮ বিধি মতে সমিতির নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিতভাবে নিরীক্ষা সম্পন্ন করা হয়। |
২৫ |
হিসাব লিপিবদ্ধকরণ |
৯৯ বিধি মতে সমবায় বর্ষ শেষ হওয়ার নির্ধারিত সময়ের মধ্যে সমিতির হিসাব বিবরণী প্রতিনিয়ত প্রস্তুত করা হয়। |
২৬ |
নিরীক্ষা প্রকৃতি, আর্থিক লেন-দেন যাচাই, নিরীক্ষা পদ্ধতি, প্রতিবেদন ও নিরীক্ষা সংশোধনী |
সমবায় সমিতির ১০০, ১০১, ১০২, ১০৩ বিধি অনুসরণ পূর্বক নিরীক্ষকগন, নিরীক্ষাকার্য সম্পাদন করেন এবং প্রতিবেদন দাখিল করেন। ১০৪ (১) বিধি মতে নিরীক্ষা প্রতিবেদনে উল্লেখিত ভুল ও অনিয়ম সমূহ সংশোধন পূর্বক নির্ধারিত সময়ে সংশোধিত প্রতিবেদন নিবন্ধন কর্তৃপক্ষের বরাবরে প্রতিনিয়ত দাখিল করা হয়। |
২৭ |
নিরীক্ষা ফি নির্ধারন ও পরিশোধ |
১০৭ বিধি অনুযায়ী সমিতির নিরীক্ষা ফি নির্ধারন করা হয়। এবং ১০৮ বিধি অনুযায়ী নির্ধারিত কোডে ট্রেজারি চালানের মাধ্যমে জমা করা হয়। |
২৮ |
সমিতি পরিদর্শন |
১১০ বিধি মতে নিবন্ধক কর্তৃক সমিতি সমূহ পরিদর্শন করা হয়ে থাকে। |
২৯ |
বিরোধ নিষ্পত্তি |
এ যাবৎ কোন প্রকার বিরোধ নিষ্পত্তির বিষয়ে অভিযোগ উত্থাপিত হয় নাই। |
FIND US IN SOCIAL MEDIA
Total Visitors:
105821