শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা
সমিতির সাধারণ সভার গৃহীত সিদ্ধান্ত মতে “সমাজ ও জনকল্যাণ তহবিল প্রকল্প” জেলা সমবায় অফিসার, চাঁদপুর কর্তৃক বিগত ০১.০৭.২০০৯ ইং তারিখ ৭৪০/৩নং স্মারক মূলে অনুমোদিত হয়। উক্ত প্রকল্পের মাধ্যমে বিভিন্ন প্রকার সামাজিক কর্মকান্ডের মধ্যে দরিদ্র্য সন্তানদের লেখাপড়ায় আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। জুন, ২০২২ পর্যন্ত সমাজ ও জনকল্যান তহবিল হতে দরিদ্র্য সন্তানদের শিক্ষা উপকরণ সহ লেখাপড়ায় ২২,২৭,০০০/- (বাইশ লক্ষ সাতাশ হাজার) টাকা আর্থিক সহায়তা করা হয়েছে।
FIND US IN SOCIAL MEDIA
Total Visitors:
105821