চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমূখী সমবায় সমিতি লিঃ

চান্দ্রা বাজার, ফরিদগঞ্জ, চাঁদপুর।

স্টাফ কল্যাণ তহবিল

চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ১৬.০৭.২০১০ খ্রি. ১০ম বার্ষিক সাধারণ সভায় সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের জীবনমান উন্নয়ন ও তাদের চিকিৎসাসহ বিভিন্ন আর্থিক সমস্যা নিরসন কল্পে “কর্মকর্তা-কর্মচারী কল্যাণ তহবিল” গঠন এবং নীতিমালা প্রণয়ন করা হয়। ২৯.০৭.২০১০ খ্রি. সমিতির ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তে এস-বি কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ তহবিল নীতিমালা (বিধি ০১ হইতে বিধি ১০ পর্যন্ত) প্রয়োগ ও বাস্তবায়নের চুড়ান্ত অনুমোদন হয়। প্রকল্পে কর্মরত সকল স্টাফগণ প্রতিমাসের বেতন হতে ১০০/= টাকা এবং সমিতির সমাজ ও জনকল্যাণ তহবিল হতে প্রতিমাসে ৫,০০০ টাকা প্রদান করা হয়। পরবর্তীতে শিক্ষিত বেকার কেন্দ্রীয় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি. এর ২৯.০১.২০১৮ খ্রি. তারিখে ব্যবস্থাপনা কমিটির সভা এবং ২২.০২.২০১৮ খ্রি. তারিখে বার্ষিক সাধারণ সভায় প্রত্যেক সদস্য সমিতির স্টাফ প্রতিমাসে ১০০ টাকা করে বছরে যে পরিমাণ অর্থ দিবে তার সমপরিমান অর্থ সমাজ ও জন কল্যাণ তহবিল বা অনুদান হিসেবে প্রদান করার বিধান রেখে পুনঃ প্রণয়ন করে এসবি কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ তহবিল নীতিমালা (বিধি ০১ হইতে বিধি ১২ পর্যন্ত) অনুমোদন করা হয়। সমিতি কর্মসংস্থান ও দারিদ্র বিমোচন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীর কল্যাণ তহবিল ব্যবহৃত ও বাস্তবায়িত হচ্ছে। জুন-২০২২ পর্যন্ত এস-বি কর্মকর্তা কর্মচারিদের কল্যাণ তহবিলে চাঁদা প্রদানকারী সদস্য সংখ্যা ২৫৭ জন, তহবিলের স্থিতি ৩৪,৪৬,০৪২ টাকা, এবং এস-বি কর্মকর্তা-কর্মচারীদের অনুদান প্রদান ১০,৮৬,৩০০ টাকা।