কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচন প্রকল্প
বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্তক্রমে আবেদনের প্রেক্ষিতে, “কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচন প্রকল্প” সারপত্র জেলা সমবায় অফিসার, চাঁদপুর কর্তৃক স্বারক নং ৪র্থ-২২৭/১২(১৪তম অংশ) – ৮৮৭/৩, তারিখ ১২.০৮.২০১৪ মূলে অনুমোদিত হয়। কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনের মাধ্যমে স্বনির্ভরতা অর্জন, আর্থ-সামাজিক উন্নয়ন, সমিতির কার্যক্রম সম্প্রসারণ করা প্রকল্পের উদ্দেশ্য। এই প্রকল্পের মূল কাজ হচ্ছে প্রকল্পের আওতায় সমিতির কর্ম-এলাকার বেকার শিক্ষিত পুরুষ ও মহিলাদেরকে সরাসরি চাকরির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং বেকার যুবক ও যুব মহিলাদের বিভিন্ন লাভজনক খাতে ঋণ দিয়ে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করা, উদ্যোক্তা সৃষ্টি করা, দরিদ্র ও অসহায় লোকদের স্বাবলম্বী করা এবং উৎপাদনমুখী কাজে ঋণপ্রদান করা। ১৪ টি প্রাথমিক সমিতির মাধ্যমে “কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচন প্রকল্প” টি বাস্তবায়নের নিমিত্তে ২০১৪ খ্রিঃ হতে কার্যক্রম চলমান। ৩০ জুন, ২০২২ খ্রিঃ পর্যন্ত উক্ত প্রকল্পে সরাসরি কর্মসংস্থান সৃষ্টি পুরুষ ১৭৫ জন, মহিলা ৪০ জন, সর্বমোট ২১৫ জন। উদ্যোক্তাদের ঋণদানের মাধ্যমে প্রায় ৫০০ জনের কর্মসংস্থান সৃষ্টি হয়।
FIND US IN SOCIAL MEDIA
Total Visitors:
105821