চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমূখী সমবায় সমিতি লিঃ

চান্দ্রা বাজার, ফরিদগঞ্জ, চাঁদপুর।

সামাজিক কর্মকাণ্ড

সামাজিক দায়বদ্ধতা পালনের লক্ষ্যে সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০০৮ সনে “সমাজ ও জনকল্যান তহবিল” নামক প্রকল্পের কার্যক্রম আরম্ভ করা হয়। কেন্দ্রীয় সমিতি ও ১৬ (ষোল) টি সদস্য সমিতির নীট লাভ হতে সৃষ্ট দাতব্য তহবিল এবং প্রকল্প বিভাগের বাৎসরিক অনুদান উক্ত তহবিলের উৎস। বিভিন্ন জাতীয় দিবস ও সমবায় দিবস পালন, দুর্যোগকালীন সহযোগিতা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানে আর্থিক অনুদান প্রদান, এতিম-গরীব অথচ মেধাবীদের লেখাপড়া, মৃত ব্যক্তির দাফন, শীতবস্ত্র বিতরণ, চিকিৎসা খাতে সাহায্য, দরিদ্র মেয়ের বিয়ের অনুদান, শিক্ষা বৃত্তি প্রদান, এবং ধর্মীয় উপাসনালয়,রাস্তাঘাট নির্মাণ-মেরামতসহ সমাজ ও জনসাধারণ উপকার হয় এমন কাজে প্রকল্পের তহবিল হতে অনুদান প্রদান করা হয়। 
সমাজ ও জনকল্যান তহবিল হতে ৩০/০৬/২০২২ পর্যন্ত বিভিন্ন খাতে ৯৬৯টি আবেদনের বিপরীতে মোট ৯৫ লক্ষ ৪৬ হাজার ৭২৯ টাকা অনুদান বিতরণ করা হয়।