সমবায় সমিতি আইন
সমবায় সমিতি পরিচালনায় সমবায় আইন অনুযায়ী পরিচালনা পদ্ধতি | ||
ক্রমিক নং |
প্রয়োগকৃত বিষয় |
প্রয়োগকৃত সমবায় সমিতি আইন/০১ (সংশোধিত-০২, ১৩) এর ধারা |
০১ | শেয়ার মূলধন ও শেয়ার সদস্যদের দায়-দায়িত্ব | ১৫ (১) ধারা অনুযায়ী সদস্যগণ দায়-দায়িত্ব সম্পর্কে অবগত আছেন। |
০২ |
সাধারণ সভা |
১৭ (১) ধারা মতে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয় এবং বার্ষিক নিরীক্ষা কার্যক্রম সম্পন্ন করার পর ১৭ (৩) ধারা, ১৭ (৪) ধারা এবং ১৭ (৫) ধারা অনুসরন করে, ২০২০-২০২১ অর্থ বছরের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। |
০৩ |
নির্বাচন |
সমিতি যথাসময়ে ১৮ (৪) ধারা, ১৮ (৮) ধারা এবং ১৯ (১) ধারা সমূহ অনুসরণ করে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠান হয়। |
০৪ |
রেজিষ্টার সমূহ |
২৪ ধারা অনুযায়ী সমিতির প্রয়োজনীয় বহি ও রেজিষ্টার হালনাগাদ সংরক্ষন আছে। |
০৫ |
আমানত ও ঋণ প্রদান |
২৬ (১) (২) ধারা অনুসরণ করে সমিতির আর্থিক কার্যক্রম পরিচালনা করা হয়। |
০৬ |
সমিতির তহবিল বিনিয়োগ |
৩৩ (ক) (খ) (গ) ধারা অনুসরণ করে তহবিল লাভজনক খাতে বিনিয়োগ করা হয়। |
০৭ |
মুনাফা বিনিয়োগ ও বন্টন |
প্রতি সমবায় বর্ষে ৩৪ (১) (২) (৩) ধারা মতে সমিতির নীট লাভ/মুনাফা বন্টন করা হয়। সংরক্ষিত তহবিল ও কু-ঋণ তহবিলের অর্থ ৩৪ (২) (৩) ধারা মতে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করা আছে। |
০৮ |
সদস্যদের ভোট এবং অধিকার প্রয়োগ |
৩৬ ধারা মতে সদস্যদের ভোট এবং ৩৭ ধারা মতে সদস্যগণ অধিকার প্রয়োগে সচেষ্ট আছে। |
০৯ |
গ্রহীতা মনোনয়ন |
সমিতির সদস্য অর্ন্তভুক্ত হলে ৪০ ধারা অনুযায়ী উক্ত সদস্যের একজন একক ব্যক্তি মনোনীত থাকবেন, যাহা চলমান আছে। |
১০ |
নিরীক্ষা প্রতিবেদন |
৪৬ ধারা অনুযায়ী নিরীক্ষক নিরীক্ষা কার্যক্রম সম্পাদন করেন এবং যথাসময়ে নিরীক্ষা প্রতিবেদন দাখিল করেন। |
১১ |
অডিটে দোষ-ক্রটি সংশোধন |
নিরীক্ষা প্রতিবেদনের উপর দোষ-ত্রুটি সংশোধন পূর্বক ৪৭ ধারা অনুযায়ী অডিট সংশোধনী ব্যবস্থাপনা কমিটি, সমিতির নিবন্ধন কর্তৃপক্ষের নিকট যথাসময়ে দাখিল করেন। |
১২ |
তদন্ত |
এ যাবত ৪৯ ধারা তদন্তের কোন প্রয়োজন হয় নাই। |
FIND US IN SOCIAL MEDIA
Total Visitors:
105819