স্বনির্ভরতা অর্জন
সমিতির কর্ম এলাকা প্রশিক্ষণপ্রাপ্ত বা শিক্ষিত বেকার সদস্যদের যেকোনো আয়-বর্ধক কাজে এবং উদ্যোক্তা, পেশাজীবী, গৃহিনী ও বিদ্যমান পেশার পাশাপাশি উৎপাদন কাজে নিয়োজিত হতে আগ্রহী সদস্যদের উৎপাদিত পণ্য/কাজের নমুনা বা পরিকল্পনা দেখে উৎপাদন কাজের জন্য বিনিয়োগ প্রদান করা হয়। এছাড়াও সমিতির কর্মএলাকার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী সদস্যগণকে তাদের ব্যবসার মালামাল বা পণ্য ক্রয়ের উদ্দেশ্যে চলতি মূলধন হিসেবে বিনিয়োগ প্রদান করা হয়।
FIND US IN SOCIAL MEDIA
Total Visitors:
105821