চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমূখী সমবায় সমিতি লিঃ

চান্দ্রা বাজার, ফরিদগঞ্জ, চাঁদপুর।

স্টাফ সার্ভিস রুল

সমিতির কার্যাদি সুষ্ঠভাবে পরিচালনার উদ্দেশ্যে সমবায় সমিতি বিধিমালা/২০০৪ এর ৪৬ (৩) বিধিমতে নিয়োগ, সমবায় সমিতি আইন/০১ এর ১৭ (৪) (জ) ধারা মতে সাধারণ সভায় অনুমোদন ক্রমে চাকরির বিধানাবলী/স্টাফ সার্ভিস রুলেঃ সংক্ষিপ্ত শিরোনাম ও প্রয়োগ, সজ্ঞা বা বিষয়, নিয়োগ ও পদোন্নতি, কর্মকর্তা বা কর্মচারিগণের কার্যভাতা এবং বেতন ভাতা নির্ধারনসহ বেতন গ্রেড, ছুটি ইত্যাদি, ভ্রমন ভাতা ইত্যাদি, চাকরির বৃত্তান্ত, শাস্তি প্রদান পদ্ধতি, ভবিষ্য তহবিল ও তহবিল হতে সুবিধা গ্রহণ, অবসর গ্রহণ/চাকরির অবসান ইত্যাদি, পেনশন ও আনুতোষিক নির্ণয়, বিভিন্ন প্রকার ভাতা বা সুবিধা সংক্রান্ত বিষয়াবলী, আর্থিক বিধি বা ফাইনান্সিয়াল রুল, অফিস ব্যবস্থাপনা, বার্ষিক গোপনীয় প্রতিবেদন, চাকরি রেকর্ড এবং বিবিধ বিষয়সমূহ অর্ন্তভুক্ত আছে।